নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি কোরবানির পশুরহাটে একজন করে ডাক্তার থাকবে। এছাড়া সারাদেশে জেলা ও উপজেলায় বড় বড় পশুরহাটগুলোতেও ডাক্তার দেয়া হবে।
বৃহস্পতিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি পশুরহাটে এবার একজন করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) এবং দুজন করে ভেটেরিনারি সার্জন (ভিএস) দেয়া হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে বড় বড় পশুরহাটগুলোতে ডাক্তার দেয়া হবে। তবে ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা তা নির্ধারণ করবেন।
তিনি বলেন, পশুগুলো কোরবানির উপযোগী কি না, ভাল মানের কি না, রোগবালাই আছে কি না- তা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করবেন।
অজয় কুমার রায় আরো বলেন, কোরবানির ঈদের সময় উপজেলাগুলোতে অনেক ছোট বড় হাট বসে। সেগুলোতে দেয়ার মতো ডাক্তার নাই। সেজন্য ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তরা জেলা পশু সম্পদ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বৈঠক করে দায়িত্ব পালন করবেন।
প্রাণিসম্পদ বিভাগ বলছে, এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য এক কোটি ১৫ লাখ ৫০ হাজার গরু ছাগল লালন পালন হচ্ছে। এর মধ্যে গরুর সংখ্যা ৪৫ লাখ এবং ছাগল ও ভেড়া ৭০ লাখ মতো।