১লা সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৭ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » কবি শহীদ কাদরীর মৃতদেহ বুধবার ভোরে ঢাকায় পৌঁছাবে


কবি শহীদ কাদরীর মৃতদেহ বুধবার ভোরে ঢাকায় পৌঁছাবে


Amaderbrahmanbaria.com : - ২৯.০৮.২০১৬

 
নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত একুশে পদকপ্রাপ্ত যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরীর মৃতদেহ বুধবার ভোরে ঢাকায় এসে পৌঁছাবে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তার মরদেহ আনা হবে। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মী আকবর হায়দার কিরন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান অন্য একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শহীদ কাদরীর মরদেহ ঢাকায় নেওয়ার সব খরচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহন করবেন।

এদিকে নিউ ইয়র্কের স্থানীয় সময় রবিবার বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে কবি শহীদ কাদরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

রবিবার সকালে লং আইল্যান্ড এলাকার নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে কবি শহীদ কাদরী (৭৪) শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন। এছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গত ২০ আগস্ট থেকে নিউইয়র্কের জ্যামাইকার বাসায় কবির শারীরিক অবস্থার অবনতি হলে ২১ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রবিবার সকালে ইহলোকের মায়া কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যে অনেক শ্রেষ্ঠ কবিতার স্রষ্টা শহীদ কাদরী।

১৯৭৩ সালে বাংলা একাডেমি ও ২০১১ একুশে পদকে ভূষিত হন এ তিনি।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close