৩১শে আগস্ট, ২০১৬ ইং, বুধবার ১৬ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


ইংল্যান্ডকে বিদায় বলা উচিত রুনির


Amaderbrahmanbaria.com : - ২৯.০৮.২০১৬

 

স্পোর্টস ডেস্ক :আইসল্যান্ডের মতো দুর্বল দলের বিপক্ষে জঘন্য হারের পর ইউরো আসর থেকে বাদ পড়েছিল ইংল্যান্ড। ওই হারের পর দলটির অধিনায়ক ওয়েন রুনির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছিল।সম্প্রতি বাজে ফর্মে থাকায় জাতীয় দল থেকে তার সরে দাড়ানো উচিত বলে মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালান শায়ার।

জাতীয় দলের চিন্তা ফেলে ক্লাব ফুটবলে রুনির মনোযোগ দেওয়া উচিত বলে মনে করছেন শায়ার। ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফুটবলারদের সাহায্য করতে রুনিকে পরামর্শ দিয়েছেন তিনি।দ্য সানে লেখা এক কলামে রুনি প্রসঙ্গে শায়ার জানান, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দলটি বেশ শক্তিশালী। রুনির উচিত এই দলের কেন্দ্রে থেকে দলকে সামনে এগিয়ে যেতে সাহায্য করা।

এই মুহূর্তে রুনিকে কিছুটা স্বার্থপর হয়ে কেবল নিজেকে নিয়ে ভাবা উচিত। আমাকে অনুতপ্ত হয়ে বলতে হচ্ছে, জাতীয় দল থেকে তার সরে দাঁড়ানো উচিত। তবে আমি বলতে চাচ্ছি না যে সে ইংল্যান্ডের জন্য খুব বেশি ভালো নয়।’

রুনির বয়সকে ইঙ্গিত দিয়ে শায়ার জানান, ‘ বয়স ৩০ হলেও রুনি জাতীয় দল এবং ক্লাবের হয়ে অধিনায়কত্ব চালিয়ে যাচ্ছে। এই বয়সে সর্বোচ্চ পর্যায়ের খেলার মাধ্যমে সবার মন রক্ষা করা তার জন্য বেশ কঠিন। কোনো লজ্জা ছাড়াই রুনি এই সিদ্ধান্তটি নিতে পারে। সে আমাদের দলে সর্বকালের সেরা গোলদাতা। আমি মনে তার ভালোর জন্যই কেবল একটি দায়িত্ব বেছে নেওয়া দরকার। ওল্ড ট্রাফোর্ডে তার প্রোফাইলটি সমৃদ্ধ বলে সেটি নিয়েই ভাবা উচিত।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close