বিশেষ প্রতিনিধি : সকাল থেকে দুপুর আর দুপুর থেকে রাত দিনে -রাএে সব সময় ভারতীয় এসব অবৈধ পণ্য নিয়ে বেশ দাপটের সাথে ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢুকছে চিন্হিত কিছু মহিলা ও পুরুষ । প্রশ্ন হলো কিভাবে আসছে দীর্ঘ এই পথ বিভিন্ন বাহিনীর চোখ ফাঁকি দিয়ে। সরাসরি তো আসছে তারা, তাদের ক্ষমতার উৎস কি, তাহলে তাদের কি করা আছে সরকারি বৈধ এস্কপোর্ট লাইসেন্স নতুবা কোন বাহিনির মাসোয়ারা ঢুকেন। প্রশ্ন গুলো অনেক সচেতন মানুষের মনেই জাগে। তানাহলে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রায় ১৫ কি:মি পথ তাদের অবৈধ পণ্য নিয়ে কিসের জোরে সিএনজি যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসেন। তারা আখাউড়া খড়মপুর বাইপাস নতুবা গ্রামের ভিতর অন্য কোন রাস্তা দিয়ে সিএনজি যোগে সুলতানপুর কুমিল্লা-সিলেট হাইওয়ে রোড দিয়ে রামরাইল ইউনিয়নের ভিতর দিয়ে বিজেশ্বর -উলচাপাড়া হয়ে নয়নপুর বাইপাস প্রধান সড়ক অতিক্রম করে পুনিয়াউট মহল্লার ভিতর দিয়ে খুব সহজেই দিনের বেলা আসছে চিনি, জিরা আর সন্ধ্যায় নিয়ে আসছে মাদক। নিরাপদ রাস্তা হিসাবে এই ম্যাপকে তারা কাজে লাগাচ্ছে। আর সন্ধ্যায় যাএী বিহিন সিএনজি গুলো একই রাস্তা দিয়ে আসছে আখাউড়া থেকে আর অতিগতিতে শহরে দিকে যাচ্ছে কি নিয়ে। তাহলে এসব রাস্তার নিরাপদ বৈধ টিকেট দিয়েছে তাদের কোন বাহিনী।( যারা নিরাপওার দায়িত্বে আছেন তাদের উর্ধ্বতন কর্তাদের বর্ক্তব্য আজ নেওয়া হয়নি। এতটুকুই আজ পরবর্তীতে আসছে নিউজ আকারে অন্য কিছু নিয়ে অপেক্ষায় থাকুন) । (চলমান)
সিএনজি যোগে আনা মাল খালাস হচ্ছে আজ দুপুরে কাজিপাড়া রোডে দুপর ১:৩০ সময়-২৮/০৮/১৬ ইং