১লা সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৭ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


মাশরাফি-রুবেলদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ


Amaderbrahmanbaria.com : - ২৯.০৮.২০১৬

 
স্পোর্টস ডেস্ক: গতকাল রাতে বিসিবি একটি সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দলে যোগ দিচ্ছেন ক্যারিবীয় কিংবদন্তী বোলার কোর্টনি ওয়ালশ।এর আগে শ্রীলঙ্কার চাম্পাক রামানায়েক এবং চামিন্দা ভাসের নাম শোনা গেলেও বোর্ডের সাথে চুক্তি থাকায় এই দুইজন বাংলাদেশ শিবিরে যোগদান করতে পারবেন না।

রামানায়েক শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচ এবং চামিন্দা ভাস শ্রীলঙ্কার তরুণ বোলারদের নিয়ে কাজ করছেন।

শনিবারে জানা গিয়েছিল কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন দক্ষিন আফ্রিকার সাবেক পেস বোলার অ্যালান ডোনাল্ড যিনি অস্ট্রেলিয়া দলের হয়ে কাজ করেছেন। তবে শ্রীলঙ্কা সিরিজের পর তার মেয়াদ শেষ হওয়ায় তার নাম আলোচনায় আসে।

তবে তার পক্ষ থেকে সেভাবে কোন সাড়া পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে আজকে বোলিং কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও সেটি করেনি বিসিবি।

কিন্তু বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে বোলিং কোচ হিসেবে কোর্টনি ওয়ালশকেই বেঁছে নিয়েছে বিসিবি।

কোর্টনি ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী খেলোয়াড় যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ বারের বেশি এক ইনিংসে পাঁচ উইকেট লাভ করেছেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি ১৩২ টি টেস্ট ম্যাচে ৫১৯টি উইকেট শিকার করেছেন।

তিনি জাতীয় দলের হয়ে ২০৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যেখানে তিনি লাভ করেছেন ২২৭টি উইকেট। ১৯৮৪ সালে তার অভিষেক হয়।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close