নাসিরনগরে বাল্য বিবাহ বন্ধে সচেতনতাকরণ কর্মশালা
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥ আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি টাইস ফর ইউমেন ডেভেলপমেন্টের সহযোগিতায় “শিশুর প্রতি সহিংসতায় নিরসনে বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচী আওতায় “বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা ” কর্মশালা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে অনুষ্টিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না.উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেলাল হোসেন মজুমদার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মনির হোসেন ভুইয়া, ফ্যামিলি নিবার্হী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,প্রশিক্ষক মমতাজ বেগম মুমু প্রমূখ । কর্মশালায় ৫০ জন প্রশিক্ষানার্থী অংশগ্রহণ করেন।