বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

ত্রিশের পর আবারও প্রেসিডেন্ট হলেন মুসেভেনি

 

আন্তর্জাতিক ডেস্ক : একটানা দেশ শাসন করেছেন ৩০ বছর। সেই তিনিই আবার হলেন প্রেসিডেন্ট। ইয়োওয়েরি মুসেভেনি। তিন দশক ধরে একহাতে শাসন-শোষণ-নিয়ন্ত্রণ করেছেন উগান্ডা।

 

presibg_665573870

১৯৮৬ সালে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন মুসেভেনি। তখন তিনি ছিলেন বিদ্রোহী নেতা। দীর্ঘদিন ক্ষমতায় আঁকড়ে থাকলেও এবং তার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ উঠলেও উগান্ডায় তার জনপ্রিয়তা কম নয়। নির্বাচনের আগেই আভাস পাওয়া গিয়েছিল, তিনিই হতে যাচ্ছেন প্রেসিডেন্ট। তিন দশক পূর্ণ করে এবার চার দশকের পথে যাত্রা করলেন প্রেসিডেন্ট মুসেভেনি।

 

শনিবার সন্ধ্যায় দেশটির নির্বাচনী সংস্থা মুসেভেনিকে বিজয়ী ঘোষণা করেন। তিনি পেয়েছেন ৬০ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিজা বেসিগে পেয়েছেন ৩৫ শতাংশ ভোট। কিজা ও তার সমর্থকরা অভিযোগ করেছেন, ব্যালট বাক্স ছিনতাই এবং জালভোট দিয়ে জয় নিশ্চিত করেছেন মুসেভেনি। ব্যাপকভাবে ভোট কারচুপির অভিযোগ আনা হয়েছে। কিন্তু মুসেভেনির দাবি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

 

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিজা বেসিগেকে শনিবার বিকেলে গৃহবন্দি করে পুলিশ। শুধু কিজাকে নয়, তার দলের নেতা ও সমর্থকদের গণগ্রেফতার করেছে পুলিশ।