সোমবার, ২৯শে অক্টোবর, ২০১৮ ইং ১৪ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

তিন দোয়ায় তিন উপকার

  ইসলাম ডেস্ক :  তিন ‘কুল’ তিলাওয়াত : হজরত রাসুল সা. বলেন, সকাল-সন্ধ্যায় ‘কুল হুওয়াল্লাহু আহাদ’, ‘কুল আঊযু বিরাব্বিল ফালাক’, ‘কুল আঊযু বিরাব্বিন নাস’ (এ তিনটি সুরা) তিন বার করে পড়। তাহলে ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। আবু দাউদ ও তিরমিজি


দুই. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ : যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম’ একশত বার পাঠ করবে, কেয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল কেউ আনতে পারবে না। কিন্তু যদি কেউ তার সমান বা তার চেয়ে বেশি সংখ্যায় ওই দোয়া পাঠ করে থাকে তবে ভিন্ন কথা।’ মুসলিম


হাসবি ইয়াল্লাহু : যে ব্যক্তি এই দুয়াটি সকালে সাত বার এবং সন্ধ্যায় সাত বার পড়বে তার দুনিয়া ও আখেরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। ‘হাসবি ইয়াল্লাহু, লা ইলাহা ইল্লা হুয়া, আ’লাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আ’রশিল আজিম’। আবু দাউদ