g আশুগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৫ই আগস্ট, ২০১৭ ইং ২১শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২৫, ২০১৫

---

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যাক্ষদর্শী  ও পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে উপজেলার চরচারতলা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র সিকদার বাড়ীর সেলিম সিকদারে ছেলের সজিবের সাথে একই গ্রামের লতিফ বাড়ীর পাখি মিয়ার ছেলে আবু মিয়ার মধ্যে তর্ক বির্তক হয়। এর জের ধরে বিকাল সাড়ে ৫টার দিকে উভয় পক্ষের কয়েক কয়েক’শ লোক দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে  চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২২ রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর