g ফিলিস্তিনকে ৩০ কোটি ডলার অনুদান বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৫ই আগস্ট, ২০১৭ ইং ২১শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে ৩০ কোটি ডলার অনুদান বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৪, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনকে দেওয়া বার্ষিক ৩০ কোটি মার্কিন ডলার দেওয়া অনুদান বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিল সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি অনুমোদন দিয়েছে।

অনুদান বন্ধ সংক্রান্ত এই বিলটির নাম দেওয়া হয়েছে টেইলর ফোর্স অ্যাক্ট। গত বছর ইসরায়েল সফরকালে টেইলর নামে এক মার্কিন সেনা এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে গুরুতর নিহত হন। ওই হামলাকারী অবশ্য ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে।

এরপরই মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের অনুদান বন্ধ করার ঘোষণা দেয়। মার্কিন কর্তৃপক্ষের দাবি, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সহিংসতাকারীদের অর্থ দেওয়া বন্ধ না করা পর্যন্ত এ অনুদান বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটিতে বিলটি ১৭-৪ ভোটে পাস হয়। এখন এটি সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হলে আইনে পরিণত হবে।

সিনেট কমিটির রিপাবলিকান দলের চেয়ারম্যান বব ক্রকার বলেছেন, ‘ আশা করা যাচ্ছে এটি পাস হলে সরকারের মদদে নিরাপরাধ কোনো ব্যক্তিকে হত্যার মতো কার্যক্রম বন্ধ হবে।’

এ জাতীয় আরও খবর