g বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে : কাদের | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৬ই আগস্ট, ২০১৭ ইং ২২শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে : কাদের

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৪, ২০১৭

---

নিউজ ডেস্ক : সরকারের পদত্যাগ দাবি করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া, দিন দিন বিএনপির শক্তি কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বাংলা একাডেমিতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, ‘বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে। চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান দেশের বাইরে, তারা কবে আসবেন কেউ জানে না। তারা টেমস নদীর পাড়ে বসে ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছেন।’

এসময় তিনি বলেন, ‘কোন ইঙ্গিত দিয়ে ফখরুল সাহেব সরকারের পদত্যাগ দাবি করেছেন, তা আমরা জানি। তারও মনে রাখা উচিত, বাংলাদেশ পাকিস্তান নয়। পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয়েছে।’

দেশে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘পঁচাত্তর পরবর্তী সময়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় শেখ হাসিনার সরকার। বিএনপি নেতারা জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছেন। ’

ছাত্রলীগ আয়োজিত এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর