বোল্ট তাণ্ডবে পাকিস্তানের হার
স্পোর্টস ডেস্ক : পর পর দুটি টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই দিয়ে উড়তে থাকা পাকিস্তানকে এবার মাটিতে নামালো নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সরফরাজ আহমেদের দলকে ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে ব্ল্যাক্যাপসরা।
শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবারের ম্যাচের নায়ক ট্রেন্ট বোল্ট। ডান হাতি এই ফাস্ট বোলারের দুরন্ত হ্যাটট্রিক করে হয়েছেন ম্যাচ সেরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই কিউয়িদের টপ অর্ডার ফিরে যায়। দলীয় ৭৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন ওয়ার্কার (১), মুনরো (২৯) ও অধিনায়ক উলিয়ামসন (২৭)৷ সেখান থেকে ইনিংসের হাল ধরেন টেলর-লাথাম জুটি৷ চতুর্থ উইকেটে দু’জনে মিলে যোগ করেন ১৩০ রান৷ তবে ২০৮ রানের মাথায় শাদাব খানের একই ওভারে আউট হন লাথাম (৬৯), নিকোলাস (০) ও গ্র্যান্ডহোম (০)৷ পরের ওভারে ক্রিজ ছাড়েন টেলর (৮০)৷
শেষ দিকে সাউদি ২০ ও সোধি ২৪ রান করে শাহীন শাহ আফ্রিদির শিকার হন৷ ফার্গুসন ৩ ও বোল্ট ৮ রানে অপরাজিত থাকেন৷ পাকিস্তানের হয়ে আফ্রিদি ও শাদাব ৪টি করে উইকেট দখল করেন৷ একটি উিকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম৷
এতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান তুলতে সক্ষম হয় তারা।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই আত্মসমর্পণ করে বসে বোল্টের সামনে৷ প্রাথমিক বিপর্যয় কাটিয়ে সরফরাজ আহমেদ ও ইমাদ ওয়াসিমের জুটি পাকিস্তানকে দু’শোর গণ্ডি পার করায়৷ শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২১৯ রানে অলআউট হয়ে যায়৷ ব্যর্থ হয় সরফরাজের অধিনায়কোচিত ইনিংস৷
পাকিস্তান মাত্র ৮ রানের মধ্যে টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যানকে খুইয়ে বসে৷ বোল্ট নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ফকর (১), বাবর (০) ও হাফিজকে (০) ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক করেন৷
ইমাম (৩৪), শোয়েবরা (৩০) পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন৷ সরফরাজ-ইমাদ জুটি ১০৩ রানের পার্টনারশিপ গড়েও পাকিস্তানের জয়ের সম্ভাবনা তৈরি করতে ব্যর্থ হয়। ইমাদ ৫০ ও সরফরাজ ৬৪ রান করে আউট হন৷ টেল এন্ডাররা খুব বেশিক্ষণ প্রতিরোধ জারি রাখতে পারেনি৷
ফার্গুসন ও বোল্ট উভয়েই তিনটি করে উইকেট নিলেও বোল্টই হলেন এদিনের সেরা৷