একজন এডুকেটেড মেয়ে এতো পড়া শুনা করেছে,কিন্তু মনের মতো জামাই পায়নি। অতঃপর…
আমার বিয়ের পর আমি অনেক কেই বলতে শুনেছি জামাইয়ের বয়স বেশী, বাচ্ছা মেয়ের সাথে একদম মানায়নি আবার কাউকে বলতে শুনেছি এডুকেটেড মেয়ে এতো পড়া শুনা করেছে,কিন্তু মনের মতো জামাই পায়নি, জামাইটা কি রকম মুটকো ভুরি ওয়ালা,কালো,ছি ছি মেয়ের বাবা মায়ের কোন রুচিবোধ নেই, কি করে পারলো এই রকম ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে আমার বেষ্ট ফ্রেন্ড যার সাথে ছোট থেকে বেড়ে উঠা,সেই আমাকে আমার বিয়ের পর বলে তোর জামাইরে বুড়োর মতো লাগে। আমার এক বোন আমাকে বলে তোর জামাই কেমন হাবলার মতো বোকা বোকা টাইপ। আবার আমাকে কারো সাথে হেসে হেসে কথা বলতে দেখে আমার প্রতিবেশি আমাকে বলে, এহহহ বুড়ো জামাই পাইয়া কতো খুশি ডং দেখলে আর বাছি না
আবার আমার আরেকটা ফ্রেন্ড এর বিয়ে হইছে তার স্বামি যথেষ্ট সুন্দর & বাচ্চা বাচ্ছা ভাব তার চেহারায়,কিন্তু আমার ফ্রেন্ডস দেখতে একটু কালো, তার স্বামি নিজে সুন্দর। পছন্দ করে বিয়ে করেছে কালো মেয়েকে। বিয়ের কয়দিন পরে আমার ফ্রেন্ডস কে বলে আমি আরেকটা সুন্দর মেয়ে বিয়ে করবো তোমার সাথে আমার ঠিক যাচ্ছে না, হসপিটাল গেলো এক ব্যাক্তি তার বউকে নিয়ে,তার বউ কালো সে সুন্দর, তো আরেক রুগী এসেছে, সেই কাপেলদের মধ্যে বউ সুন্দর বর কালো, সেই ব্যাক্তি তার বউকে বলে ঐ লোকটার সাথে আসা তার সুন্দর বউটাকে আমার সাথে মানাতো,আর তোমার সাথে ঐ লোকটা কে। একটা মেয়ে যখন তার স্বামির মুখে এই কথা শুনে তখন তার মনের অবস্থা কেমন হয়,
আমার যে বোন আমাকে বলেছে তোর জামাই হাবলা টাইপ,কিছুদিন পর তার বিয়ে হয় সুদর্শন এক যুবকের সাথে কিন্তু সে কতোটা সুখি। তার স্বামি নিজের সন্তান কেই স্বিকার করে না,বউ বাচ্ছা রুমের এক পাশে সুয়ে আছে আরেক পাশে সে বন্ধুদের নিয়ে জুয়া খেলতে বসে।
আর দিন শেষে বুড়ো জামাইয়ের কাছে ঐ মেয়েটা সুখি। আপনার বিয়ে তো তার বয়সের সাথে হবে না,,হবে মানুষ টার সাথে যেখানে দুজনের মধ্যে বোঝা পড়া,আর মনের মিল অনেক বেশি গুরুত্ব বহন করে। আপনার বিয়ে তো তার গায়ের রঙ আর ভুঁড়িওয়ালা পেটের সাথে হবে না,হবে মানুষ টার সাথে, দিন শেষ আপনি লোকটার সাথে সুখী কিনা এইটাই গুরুত্ব বহন করে
বুড়ো জামাই বয়স বেশি হইছে দেখে কি মেয়েটার হাসতে মানা,তা হলে সে কি করবে কাঁদবে মন খারাপ করে বসে থাকবে একদম না, মানুষের হাসি তখন আসে যখন তার মন ভালো থাকে,তার পার্টনার যদি বুড়ো হয়ে,বউয়ের মন ভালো রাখতে পারে তা হলে সে সুখী,সে হাসবে,এতে আপনার প্রব্লেম কি। আপনি আপনার চিন্তাধারা চেঞ্জ করুন, দেখবেন পৃথিবীর সব সুন্দর। আবার কিছু লোক আছে যারা বলে এই ইয়াং জেনারেশনে মেয়ে এতো বোকা হয় নাকি,যে মা বাবার পছন্দ মতো বয়স্ক বুড়ো ছেলেকে বিয়ে করে। তাদেরকে বলছি সুন্দর মন আর নির্মল হৃদয় দিয়ে যে দিকে দেখবেন সব কিছু ভালো লাগবে। সুখে থাকাটাই সব ছেয়ে বেশি গুরুত্ববহন করে,হোক না সে ভুঁড়িওয়ালা কালো,বয়স্ক বুড়োর সাথে।