বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

কোচিং ছাড়াই বুয়েটে চান্স, ভর্তির টাকা নেই তুহিনের

প্রাইভেট কিংবা কোচিং করতে হয়নি তাকে। ঘরে পড়ার কোন টেবিলও নেই। বাঁশের খুঁটির ওপর তক্তা দিয়ে রাখা হয়েছে বই। এটাই তার পড়ার জায়গা। বাবা মানসিক প্রতিবন্ধি মায়ের ওপরই টেনেটুনে চলছে সংসার। অভাবের এই সংসারে থেকেই এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন তুহিন। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অভাবনীয় সফলতা পেয়েছেন তুহিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ৩৮৩ তম হয়েছেন তিনি। আর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় ৬৪৫তম হয়েছেন তিনি। তবে অর্থের অভাবে বুয়েটে ভর্তি হতে পারছেন না তুহিন।

তুহিনের বাড়ি রাজশাহীর বাঘার মানিগ্রামে। মা লতিফা বেগম বলেন, তাদের এক মেয়ে দুই ছেলে। তুহিন বরাবরই পড়াশোনায় ভালো। তার কখনও প্রাইভেট কিংবা কোচিং করতে হয়নি। শিক্ষকরা তাকে সহযোগিতা করেছেন। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা কোথায় পাব এনিয়ে দুশ্চিন্তায় আছি।