শুক্রবার, ২৬শে অক্টোবর, ২০১৮ ইং ১১ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

পৃথিবীর রঙ কেন বেগুনি ছিলো?

অনলাইন ডেস্ক : পৃথিবী কি সব সময়েই এমন ছিল? সবুজের ভরা এই পৃথিবী মোটেও এমন ছিল না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানের মতে, সৃষ্টির শুরু থেকে ক্রমাগত পরিবর্তন হয়ে আজকের এই পৃথিবী হয়েছে। কিন্তু যদি আদি চেহারার কথা জানেন তাহলে একেবারে চমকে যাবেন। কারণ সেই সময় এই গ্রহ বর্তমানের মতো সবুজে রঙিন ছিল না। এটি ছিল বেগুনি রঙের! তেমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা।

কিন্তু বোঝার কথা হচ্ছে, কেন এমন বর্ণ ছিল পৃথিবীর? আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভসায়েন্স-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে বলা হয়, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ১০ বছর আগেই বিষয়টি নজরে আনেন।

সেই গবেষকের মতে, আদিম সেই পৃথিবী নাকি ছিল বেগুনি রংয়ের এককোষী অণুজীবতে ঘেরা। সেই কারণে মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে মনে হত বেগুনি রঙের।

কিন্তু তারা কেন টিকে থাকতে পারল না কেন? বিবর্তনের নিয়মেই তারা হারিয়ে গিয়েছে। সবুজ ক্লোরোফিল আসার পরে তারাই ধীরে ধীরে সরিয়ে দেয় বেগুনি রঙকে।

তবে এ নিয়ে কিন্তু অন্য তত্ত্বও আছে। বলা হচ্ছে, অন্য গ্রহেও এমন বেগুনি রঙের প্রাণ থাকতে পারে।