যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের লাফালাফিতে ফ্লোর ধসে আহত ৩০ (ভিডিও)
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি বিশ্ববিদ্যালয়ে পার্টি চলার সময় ফ্লোর ধসে অন্তত ৩০ জন আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার ভোররাতে ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের এ ঘটনা ঘটেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাপার্টমেন্ট ক্লাবহাউসে বার্ষিক হোমকামিং পার্টি চলাকালে এ ঘটনা ঘটে। পার্টিতে উপস্থিত অন্যান্যদের ধসে পড়ার ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে শিক্ষার্থীদের ফ্লোরে লাফালাফি করার সময় ফ্লোরটি ধসে পড়তে দেখা যায়।
এ ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে জরুরি বাহিনীর কর্মীরা উপস্থিত হয়। ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটির বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আহতদের মধ্যে কতজন ক্লেমসনের শিক্ষার্থী তা নির্ধারণে কাজ করছে ক্লেমসন স্টুডেন্ট অ্যাফেয়ার্স, অন্য কোনো প্রতিষ্ঠানের এক বা একাধিক জন থাকলে তাদের জানাবে তারা।’
সাউথ ক্যারোলাইনার উডল্যান্ড এলাকার ক্লেমসনের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি ২০০৪ সালে তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছে পুলিশ।