শহরের সুবিধা গ্রামে পৌঁছানোই লক্ষ্য : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : গ্রামের মানুষরা শহরের মতো সুযোগ-সুবিধা পাবে এটাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শুভেচ্ছা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ’গ্রামের মানুষ শহরের মতো সুযোগ-সুবিধা পাবে এটাই সরকারের লক্ষ্য। ‘
ব্যাপক উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেক পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবয়ং সেগুলো বাস্তবায়ন করতে দিয়েছি।
ব্যাপকভাবে যাতে উন্নয়ন হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই আপনাদের দায়িত্ব পালন করতে হবে। ‘
জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ভোট দিয়েছে প্রতিটি ভোটারের মূল্যায়ন করুন। তাদের জন্য কী কাজ করতে পারবেন, কতটুকু করতে পারলেন তাও দেখুন।’
এ সময় উন্নয়নবাজেট যথাযথভাবে ব্যয় করতে মেয়র-কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। একই সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত হয়ে মানুষের কল্যাণে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।