বৃহস্পতিবার, ২৫শে অক্টোবর, ২০১৮ ইং ১০ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

খাশোগির মৃত্যু : ফের সুর পাল্টাল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগির মৃত্যুর প্রেক্ষিতে আগের দেওয়া বক্তব্য থেকে সরে এসেছে সৌদি আরব। এবার রিয়াদ বলছে, খাশোগিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, খাশোগিকে নিরাপত্তা কর্মকর্তারা খুন করেছেন। এটা ছিল ‘ভয়ঙ্কর ভুল।

তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেট থেকে গত ২ অক্টোবর খাশোগি নিখোঁজ হয়। এরপর দুই সপ্তাহের বেশি সময় ধরে সৌদি সরকার দাবি করে আসছিল, তিনি কনস্যুলেট থেকে জীবিত অবস্থায় বেরিয়ে গেছেন।

শুক্রবার প্রথমবারের মতো সৌদি আরব স্বীকার করে, খাশোগি কনস্যুলেটের মধ্যেই কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটির জেরে মারামরির ঘটনায় নিহত হয়েছেন।

এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সন্দেহ সৃষ্টি হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম স্বীকার করলেন, খাশোগির নিহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া ঘটনা ছিল না। পূর্ব পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে।

আল-জুবায়ের দাবি করেছেন, ‘সৌদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অগোচরেই’ এ কাজ সম্পাদন করা হয়েছে।

তিনি বলেন, একটি ভয়ঙ্কর ভুল করা হয়েছে এবং বিষয়টিকে চেপে রাখার চেষ্টা সেই ভুলকে আরও জটিল করে তুলেছে।