রায়ের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করে দলটি। সকাল ১০টায় মহানগর দায়রা জজ আদালতের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সিএমএম কোর্টের কাছাকাছি গিয়ে শেষ হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে এই রায় প্রত্যাহারের দাবিতে শ্লোগান দেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মিছিলের নেতৃত্ব দেন। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির ঢাকা মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
গতকাল বুধবার ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সাবেক দু’জন মন্ত্রীসহ ১৯ জনে ফাঁসির আদেশ দেন আদালত। সেইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর আদালতের এই রায়কে ফরমায়েসী উল্লেখ করে আজ বৃহস্পতিবার থেকে লাগাতার সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সুত্র: দৈ.আ.স