শনিবার, ১৩ই অক্টোবর, ২০১৮ ইং ২৮শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

কনডমসহ সম্মতি ছিল, তারপরও খুলে ফেললেন…

যৌনতার নানারকম ট্রেন্ড রয়েছে। মানুষ চায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে কিম্বা রোজকার একঘেয়ে যৌনজীবনকে মশলা দিতে।

কিন্তু কিছু কিছু যৌনতা আছে যেগুলি অন্যের ক্ষতি করতে পারে। সম্প্রতি একটি যৌনতার ট্রেন্ড চালু হয়েছে তার নাম ‘Stealthing’। এটা এক মারত্মক চোরা বিষয়। দু’জন স্থির করলেন তাঁরা শারীরিকভাবে মিলিত হবেন তবে প্রোটেকশন থাকবে। কিন্তু পুরুষ পার্টনার অর্গাজমের সময়ে কথা রাখলেন না, খুলে ফেললেন প্রোটেকশন। এককথায় কথা রাখলেন না পুরুষ সঙ্গী। নারী বললেন কনডমসহ সম্মতি ছিল, তারপরও খুলে ফেললেন কেন? এটা কি ঠিক হলো?

তবে এটা মোটেও সাধারণ ঘটনা নয়। বিভিন্ন দেশে ইতিমধ্যেই এটিকে শাস্তিযোগ্য অপরাধ বলে গন্য করা হয়। ধর্ষণের চেয়ে কোনও অংশে কম নয় এইধরণের যৌন সংসর্গ।

এই ধরণের যৌন সংসর্গে মহিলা খুব খারাপ ভাবে ব্যবহৃত হন। বিশ্বাস ভঙ্গের মতো বিষয়টি তো থাকেই, তাছাড়াও থাকে অবাঞ্ছিত গর্ভাবস্থার ভয়। এতে যৌন সংসর্গ আনন্দের বদলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। সূত্র: নিউজ১৮ বাংলা