সোমবার, ১৫ই অক্টোবর, ২০১৮ ইং ৩০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

জয়ার প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

বিনোদন ডেস্ক : ভাওয়াল সন্ন্যাসীর ঘটনা অবলম্বনে নির্মিত ছবি ‘এক যে ছিল রাজা’। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন এই ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে শুক্রবার। এরপর শুরু হয়ে গেছে ছবিটি চুলছেড়া বিশ্লেষণ। সেখানে সব শিল্পীকে ছাপিয়ে গেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। এমনটাই বলছে ভারতের জনপ্রিয় বাংলা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

ছবিটির রিভিউ নিয়ে করা সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, যিশু সেনগুপ্ত সেরা অভিনয়টাই করে গেলেন গোটা ছবি জুড়ে। তবে জটাজুটোধারী যিশুর মেকআপ আরও ভালও হতে পারতো। ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই জয়া আহসান। ছবির সবচেয়ে শক্তিশালী নারী চরিত্র। সংলাপ, অভিনয় মিলিয়ে তিনি তুখোড়।

সবশেষে পত্রিকাটি লিখেছে, সকালের শো-এ কোনো বাংলা ছবিতে আগে এত লোক দেখিনি। অতএব পূজা সৃজিত যে রাজার আসনে সে বিষয়ে কোন সন্দেহ নেই!