প্রধানমন্ত্রীর পরিবারের সবাই ফুটবলপ্রেমী
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপ এবারও নিয়ে গেলো বিদেশের একটি দল। স্বাগতিকদের সোনালী ট্রফি ছুঁয়ে দেখা হলো না এই আসরেও। চ্যাম্পিয়ন ফিলিস্তিনকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাদের পরিবারের সদস্যরা ভীষণ ফুটবলভক্ত।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ম্যাচ শেষে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী, ‘চ্যাম্পিয়ন ফিলিস্তিন দলকে অভিনন্দন জানাচ্ছি। রানার্স-আপ তাজিকিস্তানকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি।’
প্রধানমন্ত্রী জানালেন, তার পুরো পরিবারের ফুটবল প্রীতির কথা। বঙ্গবন্ধুর পরিবার যে ফুটবলকে ভালোবাসে, সেই কথা গর্বের সঙ্গেই জানালেন তিনি, ‘জাতির জনক বঙ্গবন্ধু সব সময় খেলাধুলায় আন্তরিক ছিলেন। আমার দাদা ফুটবল খেলতেন, আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতেন। আমার ভাই শেখ কামাল, শেখ জামাল সবাই ফুটবল খেলতো। আমার নাতিপুতি যারা আছে তারাও ফুটবল খেলে। আমার ছেলে জয় ও মেয়ে পুতুলের সন্তানরাও ফুটবল খেলে। আমাদের গোটা পরিবারই ফুটবল খেলা পরিবার।’
সফলভাবে টুর্নামেন্ট শেষ করায় সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তবে এসময় বিষাদও ফুটে ওঠে তার কণ্ঠে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, মেয়েদের মতো ছেলেরাও একদিন সাফল্য বয়ে আনবে দেশের জন্য, ‘আমি খুবই আনন্দিত যে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল সফলভাবে শেষ হয়েছে। ফুটবল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খেলা। তাই এই খেলার আরও উন্নতি হোক। আমাদের মেয়েরা অনূর্ধ্ব-১৬, ১৮ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি, ছেলেরাও পিছিয়ে থাকবে না, তারাও ভবিষ্যতে এগিয়ে যাবে। ফুটবলের উন্নয়নে যা যা করণীয় সব কিছুই আমরা করবো।’