সোমবার, ১৫ই অক্টোবর, ২০১৮ ইং ৩০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

রোস্টেন চেসের ব্যাটে লড়াইয়ের ইঙ্গিত ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় টেস্টে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৩ উইকেটে ৮৬ রান৷ চায়ের বিরতিতে ১৯৭ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল তারা৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ক্যারিবিয়ান দল প্রথম দিনের খেলা শেষ করল ৭ উইকেটে ২৯৫ রান তুলে৷ সৌজন্য রোস্টেন চেসের চওড়া ব্যাট৷ অধিনায়কোচিত প্রতিরোধ গড়েন জেসন হোল্ডারও৷

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দিনের প্রথম আধ ঘণ্টা সতর্ক হয়ে ব্যাট করে৷ তবে ভারত দু’প্রান্ত দিয়ে স্পিন আক্রমণ শুরু করলে অস্বস্তিতে পড়ে ক্যারিবিয়ান ওপেনাররা৷ পাওয়েল কার্যত সেট হয়েও উইকেট দিয়ে আসেন অশ্বিনকে৷ ২২ রান করে জাদেজার হাতে ধরা পড়েন তিনি৷ ৩০ বলের ইনিংসে ৪টি চার মারেন পাওয়েল৷

শাই হোপের সঙ্গে জুটি বেঁধে ব্রাথওয়েট আরও কিছুক্ষণ ব্যাট করলেও হাত খোলার সুযোগ পাননি৷ শেষে ৬৮ বলে ১৪ রান করে কুলদীপের বলে এলবিডব্লু হন তিনি৷ লাঞ্চের ঠিক আগে হোপ এলবিডব্লু হন উমেশের বলে৷ ক্রিজ ছাড়ার আগে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৩৬ রান করেন তিনি৷ লাঞ্চের ঠিক পরেই হেটমায়েরকে ফিরিয়ে দেন কুলদীপ৷ ২টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে এলবিডব্লু হন হেটমায়ের৷ অ্যাম্ব্রিসও ক্রিজে খুব বেশিক্ষণ স্থায়ি হতে পারেননি৷ ২৬ বলে ১৮ রান করে কুলদীপের বলে জাদেজার হাতে ধরা পড়ে যান তিনি৷

১১৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দলকে বিপর্যয় থেকে উদ্ধার করার চেষ্টা করেন শাই হোপ-ডওরিচ জুটি৷ ষষ্ঠ উইকেটের জুটিতে দু’জনে মিলে যোগ করেন ৬৯ রান৷ শেষমেশ ৬৩ বলে ৩০ রান করে উমেশের বলে লেগবিফোর হন ক্যারিবিয়ান উইকেটকিপার৷

রোস্টন চেস অপর প্রান্ত দিয়ে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন৷ ৮০ বলে ৫০ রানের গণ্ডি ছোঁয়ার পথে চেস ৪টি চার ও ১টি ছক্কা মারেন৷ জেসন হোল্ডারকে নিয়ে চায়ের বিরতি পর্যন্ত বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন তিনি। দিনের শেষ সেশনে জমাট প্রতিরোধ গড়ে চেস-হোল্ডার জুটি৷ তবে দিনের শেষ বেলায় এসে এই জুটি ভাঙ্গেন উমেশ যাদক। জেসন হোল্ডারকে ফেরান তিনি। ৯২ বলে ৬ চারের সাহায্যে ৫২ রান করেন হোল্ডার। রোস্টন চেস অপরাজিত আছেন ৯৮ রান করে। অপর প্রান্তে ২ রানে অপরাজিত আছেন দেবেন্দ্র বিশু।