তৃতীয় সপ্তাহেও শাকিবের দাপট অব্যাহত
বিনোদন প্রতিবেদক : চলতি বছরের অন্যতম আলোচিত ছবি ‘নাকাব’। সুপারস্টার শাকিব খান অভিনীত এই ছবিটি মূলত কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের। গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে ছবিটি মুক্তি পায় শতাধিক হলে। আর মুক্তির পর দেশব্যাপী দর্শকের ব্যাপক সাড়া পায় ‘নাকাব’।
গত দুই সপ্তাহে ‘নাকাব’ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলে জানা যায়। লম্বা লাইনে দাঁড়িয়ে দর্শকরা টিকেট কেটে ছবিটি দেখেছেন। অনেক সিনেমা হলেই ‘নাকাব’ হাউজফুল চলেছে। ফলে ‘নাকাব’ বছরের অন্যতম সফল ছবি হিসেবে আখ্যা দেয়া হচ্ছে।
এদিকে মুক্তির দুই সপ্তাহ পেরিয়েও এখনো ‘নাকাব’-এর দাপট অব্যাহত রয়েছে। তৃতীয় সপ্তাহে এসেও দেশের ৮১টি সিনেমা হলে চলছে ছবিটি। এই শুক্রবার নতুন ছবি মুক্তি পেয়েছে। তবে শাকিবের ছবির চাহিদার কারণে ওই ছবিটি হল পায়নি। হল মালিকদের আগ্রহের কারণেই সর্বোচ্চ সিনেমা হলে ‘নাকাব’ চলছে।
‘নাকাব’ পরিচালনা করেছেন রাজিব বিশ্বাস। ছবিতে শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। এতে তার নায়িকা হিসেবে অভিনয় করেছেন কলকাতার দুই জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন রুদ্রনীল ঘোষ। ভৌতিক ঘরানার গল্পে নির্মিত এই ছবিটি বাংলাদেশে পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।
‘নাকাব’ চলছে যেসব সিনেমা হলে:
স্টার সিনেপ্লেক্স-ঢাকা, ব্লকবাস্টার সিনেমাস – ঢাকা, সিলভার স্কিন – চট্টগ্রাম,রাজমনি সিনেমা- ঢাকা, গীত সিনেমা – ঢাকা, রানীমহল সিনেমা – ডেমরা, গুলশান সিনেমা- নারায়ণগঞ্জ, বর্ষা সিনেমা – জয়দেবপুর, ফিরোজমহল সিনেমা – পাগলা, আনন্দ সিনেমা – ঢাকা, আলতা সিনেমা – সরিষাবাড়ি, ছবিঘর সিনেমা – ঝিনাইদহ, ক্লিউপেট্রা সিনেমা – ধুনট, দর্শন সিনেমা- ভৈরব, ফাল্গুনী সিনেমা – নাগরপুর, গ্যারিশন সিনেমা – কুমিল্লা ক্যান্টনমেন্ট, গৌরি সিনেমা – শাহজাদপুর, হ্যাপি সিনেমা- লক্সীপুর, হিরক সিনেমা – গোবিন্দগঞ্জ, ঝংকার সিনেমা- পাচদোনা।
ঝর্না সিনেমা- দাউদকান্দি, লাল্মনি সিনেমা – লাল্মনি, লাভলি সিনেমা – কাচপুর, মাধবী সিনেমা – মধুপুর, মালঞ্চ সিনেমা- টাঙ্গাইল, মানসী সিনেমা- কিশোরগঞ্জ, মোহনা সিনেমা- কোনাবাড়ি, ময়ূরী সিনেমা – বাঘাছড়া, মমতাজ সিনেমা- সিরাজগঞ্জ, মনিহার সিনেমা- মাধবপুর, মুন সিনেমা – হোমনা, মুন সিনেমা- মুক্তাগাছা, নন্দিতা সিনেমা- সিলেট, অভিরুচি সিনেমা- বরশাল, প্রিয়া সিনেমা – গৌরীপুর, পূরবী সিনেমা- ময়মনসিংহ, পূর্বাষা সিনেমা – শান্তাহার, পূর্বাষা সিনেমা- মাগুরা, রাজ সিনেমা – কুলিয়ারচর, রুপকথা সিনেমা – পাবনা, শাপলা সিনেমা – রংপুর।
অবসর সিনেমা – ভোলা, সোনালী সিনেমা- টেকেরহাট, সনিয়া সিনেমা – বগুড়া, সত্যবতী সিনেমা – শেরপুর, আলোছায়া সিনেমা – শরিয়তপুর, বাবুল সিনেমা – নওহাটা, কানন সিনেমা- ফেনী, কথাচিত্র সিনেমা- কটিয়াদী, আলমডাঙ্গা সিনেমা – আলমডাঙ্গা, অনামিকা সিনেমা – পিরোজপুর, আনন্দ সিনেমা – তানোর, আয়না সিনেমা- আক্কেলপুর, বাবু সিনেমা- কিশোরগঞ্জ, বৈশাখী সিনেমা- নড়িয়া, ছন্দা সিনেমা- কালিগঞ্জ, দিনান্ত সিনেমা- কেশরহাট, গ্যারিশন সিনেমা – দয়ারামপুর, জনতা সিনেমা – জলঢাকা, লাইট হাউজ সিনেমা – পারুলিয়া, মমতাজমহল সিনেমা- নীলফামারী, নসীব সিনেমা –শাপাহার, রাজু সিনেমা – ঈশ্বরদী, রংধনু সিনেমা – নজিপুর, রুপালী সিনেমা – পাঁচবিবি, শাহীন সিনেমা- বল্লাবাজার, সখি সিনেমা – হোসাইনপুর, সোনালী সিনেমা- ঘোড়াঘাট, সনি সিনেমা- ইসলামপুর, উল্লাস সিনেমা – বীরগঞ্জ, রুনা সিনেমা – চালাকচর, অন্তরা সিনেমা – ফুলবাড়িয়া, বিলাশ সিনেমা- সাভার, চন্দ্রিমা সিনেমা- শ্রীপুর, মোহন সিনেমা- গবিগঞ্জ, রুমা সিনেমা- ঝুমারবাড়ি, সাধনা সিনেমা – রাজবাড়ি, সাগর সিনেমা – কালিয়াকৈর, শাপলা সিনেমা – শ্রীপুর ও উত্তরবংগ সিনেমা – চাপারহাট।