উত্তরখানে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৮
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরখানে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছে।
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ার এলাকায় হেলাল মার্কেটের কাছে একটি তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— ডাবলু (৩৩), আনজুম (৩৩), আবদুল্লাহ (৫), উর্মি (১৬), পূর্ণিমা (৩০), সুফিয়া (৬০), সাগর (১৪) ও আজিজুল (৩০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উত্তরা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগে। রান্না করতে গিয়ে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন আগে থেকেই লিকেজ ছিল। দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।