শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

হেরেও সেরা লিটন দাস

স্পোর্টস ডেস্ক।। পুরো এশিয়া কাপে ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। কিন্তু লিটন দাস নিজেকে চেনালেন একেবারে ফাইনালে এসে। দুর্দান্ত এক সেঞ্চুরি তোলার পাশাপাশি খেললেন ১২১ বলের অসাধারণ এক ইনিংস।

১১৭ বলে তিনি যখন বিতর্কিত সিদ্ধান্তে আউট হলেন তখন বাংলাদেশের রান ১৮৮। ইনিংসের ৫৪টি বল তখনও বাকি। লিটন যদি ওই সময় আউট না হতেন, সৌম্য সরকারের সঙ্গে জুটি বাধতেন, তাহলে নিশ্চিত বাংলাদেশের রান আর ২০-৩০টি বেড়ে যেতো এবং হয়তো বা চ্যাম্পিয়ন হতো বাংলাদেশই।

কিন্তু ২২২ রান করে শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করতে হলো বাংলাদেশকে। একেবারে ইনিংসের শেষ বলে এসে শিরোপাটা আর জেতা হয়নি টাইগারদের। ৭ম বারেরমত শিরোপা উঠলো ভারতের হাতে।

ভারতের ইনিংসে সর্বোচ্চ রান রোহিত শর্মার ৪৮, এছাড়া ৩৭ দিনেশ কার্তিকের, ধোনির ৩৬ এবং ২৩ রানে অপরাজিত ছিলেন কেদার যাদব। সে তুলনায় ভারতীয় বোলারদেরও কারো আহামরি তেমন কোনো বোলিং ছিল না। ফাইনাল শেষে তাই লিটন কুমার দাসের ১২১ রানের ইনিংসটিই ম্যাচ সেরা বিবেচিত হলো বিচারকদের কাছে। শেষ পর্যন্ত ফাইনাল সেরার পুরস্কার উঠলো লিটনের হাতে।