অপ্রতিরোধ্য শাহজাদ, ভাগ বসালেন আফ্রিদির রেকর্ডে
স্পোর্টস ডেস্ক: বর্তমান ক্রিকেটের অন্যতম চমক আফগানিস্তান। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছে দলটি। এশিয়া কাপের চলতি আসরেও দুর্দান্ত খেলেছে আফগানরা। আসরের সুপার ফোরে গতকাল ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মোহাম্মদ শাহজাদ। আর এই সেঞ্চুরিতে সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে সে দিন আফগানিস্তানের ইনিংসের ২৯তম ওভারের প্রথম বলে দীপক চাহারকে ফ্লিক করে বাউন্ডারিতে পাঠিয়ে শাহজাদ যখন সেঞ্চুরি পূরণ করলেন, তখন আফগানিস্তানের স্কোর ৪ উইকেটে ১৩১। রেকর্ডটা ছুঁয়েছেন এখানেই, ওয়ানডেতে দলীয় সর্বনিম্ন রানে ব্যক্তিগত সেঞ্চুরি পূরণের রেকর্ড।
এতদিন একাই রেকর্ডটি দখলে রেখেছিলেন আফ্রিদি। ২০০৫ সালে কানপুরে ভারতের বিপক্ষে ওয়ানডেতে আফ্রিদির সেঞ্চুরি পূরণের সময় পাকিস্তানের স্কোরও ছিল ১৩১। ১৩ বছর এককভাবে দখলে রাখা রেকর্ডটা এখন শাহজাদের সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছে আফ্রিদিকে।