বাঞ্ছারামপুরে ‘শেখ হাসিনা তিতাস সেতু’র উদ্বোধন রবিবার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদীর ওপর নির্মিত ‘শেখ হাসিনা তিতাস সেতু’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সেতুটির উদ্বোধন করবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. ফজলে হাবিব জানান, স্বপ্নের এই সেতু চালু হলে চারদিকে নদী বেষ্টিত বাঞ্ছারামপুরের চেহারা পাল্টে যাবে। ত্রিমোহনার দুই অংশে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া ও চরলহনিয়া, অপরটি পশ্চিম অংশে কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজার এবং মুরাদনগর উপজেলা স্পর্শ করেছে। সেতুটি চালু হলে দুই জেলার তিন উপজেলার মধ্যে রচিত হবে সেতুবন্ধন। ফলে এ অঞ্চলের অর্থনীতির চাকা পাল্টে যাবে।
বাঞ্ছারামপুর উপজেলার প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন জানান, নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৭৭১ দশমিক ২০ মিটার এবং প্রস্থ ৮ দশমিক ১ মিটার। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। সেতুতে পাইল হয়েছে ২৯৭টি।