শনিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৪ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

কার্গো ভ্যানের ধাক্কায় নভোএয়ারের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক: নভোএয়ারের একটি উড়োজাহাজে ধাক্কা দিয়েছে বিমানের কার্গো ভ্যান। এতে নভোএয়ারের উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত না করা পর্যন্ত এটিআর ৭২-৫০০ উড়োজাহাজটি উড্ডয়ন করা যাবে না।

কার্গো ভ্যানের ধাক্কায় উড়োজাহাজটির জানালার কাঁচ ভাঙা ছাড়াও মূল বডিতে বড় ফাটল ধরেছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানের গ্রাউন্ড সার্ভিস স্টাফ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দরের বে-১২-এ ঘটনা ঘটে।

জানতে চাইলে নভোএয়ারের কর্মকর্তা নিলাদ্রী জানান, জাহাজের জানালা ও ‘বডি’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান থেকে কোনো ক্ষতিপূরণ চাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এরআগে বুধবার (২৬ সেপ্টেম্বর) সামনের নোজ হুইল কাজ না করায় পেছনের চাকার ওপর ভর করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলার একটি ফ্লাইটকে। পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই বিমানের ১৭১ আরোহী।

এ জাতীয় আরও খবর

দুঃখ নেই টাইগারদের, কথা রেখেছেন মাশরাফি!

হেরেও সেরা লিটন দাস

আবারও একটি স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অভিমানে দুই সন্তান নিয়ে বিষ খেলেন মা!

যে কারণে ফেরানো যাচ্ছে না ভারতের কারাগারে থাকা বাংলাদেশি জঙ্গিদের

আখাউড়া স্হলবন্দর দিয়ে মাছ রফতানি শুরু হচ্ছে 

রানওয়ে থেকে ছিটকে হ্রদে পড়ল উড়োজাহাজ

জাতীয় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীকে যা বললেন জাতিসংঘের মহাসচিব

রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য প্রস্তুত ভাসানচর