শুক্রবার, ১৯শে অক্টোবর, ২০১৮ ইং ৪ঠা কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরপ্রদেশের মিরাট। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। কম্পন অনুভূত হয় দিল্লিতেও।

স্থানীয় সময় সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬ টা ২৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎপত্তিস্থল ছিল মিরাটের খারখাউদা থেকে ৬ কিলোমিটার দূরে। ইউএস জিওলজিক্যাল সার্ভের তরফে এমনটাই জানানো হয়েছে।

ভূমিকম্পের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ঘর ছেড়ে সকলে রাস্তায় বেরিয়ে আসেন। যদিও এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর মেলেনি।

গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দু’বার কম্পন অনুভূত হয় দিল্লিতে। রোববার (০৯ সেপ্টেম্বর) বিকেলে ৪ টা ৩৭ মিনিটে প্রথম ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। কম্পনের উৎপত্তিস্থল ছিল হরিয়ানার ঝাঝার এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।