রবিবার, ৯ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৫শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে প্রতিবন্দ্বীদের মোবাইল রিহেবিটাইজেলেশন ভ্যানে চিকিৎসা সুবিধা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ সকালে বাঞ্ছারামপুরে প্রতিবন্দ্বীদের মোবাইল রিহেবিটিলিটেশন ভ্যানে চিকিৎসা সুবিধা দেয়া হয়েছে।

বৃহত্তর কুমিল্লায় এই প্রথম মোবাইল রিহেবিটিলিটেশন ভ্যানে করে জাতীয় প্রতিবন্দ্বী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় প্রতিবন্দ্বী বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা উপজেলার বেশকিছু প্রতিবন্দ্বী নারী ও শিশুদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।সমাজসেবা মন্ত্রণালয়ের আওতায় এই সুবিধা দেয়া হয়েছে বলে জানান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুরভী আক্তার।

মোবাইল পিকআপ ভ্যানে প্রতিবন্দ্বীদের সুবিধা কার্য্যক্রম উদ্ভোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম,সহকারি কমিশনার (ভূমি)মো.আলমগীর হোসেন।