চট্টগ্রামের নির্মাণাধীন ভবনে তার ছিঁড়ে পড়ে যাওয়া ক্রেনের চাপায় ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের নির্মাণাধীন একটি ১০ তলা ভবনে তার ছিঁড়ে পড়ে যাওয়া ক্রেনের চাপায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকেলে নগরীর হালিশহর থানাধীন বিজিবির হেডকোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. কাউছার (১৭) ও মো. তোফাজ্জল (১৮)। তাদের দু’জনের বাড়ি কিশোরগঞ্জে।
হালিশহর থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, বিজিবির নির্মাণাধীন একটি আবাসিক ভবনের কাজের সময় ক্রেনের তার ছিঁড়ে নিচে থাকা দুই শ্রমিকের গায়ে পড়ে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত্যু হয়।
এ জাতীয় আরও খবর
প্রবাসীর স্ত্রীকে ৪ দিন ধরে গণধর্ষণ, এরপর…
প্রেম সংক্রান্ত জটিলতায় ঢাবি ছাত্রীর এ কেমন কাণ্ড!
গাজীপুরে ব্যবসায়ী হত্যায় সাতজনের ফাঁসির আদেশ
ভোটের আগে জঙ্গিরা তৎপর, রাসায়নিক হামলার আশঙ্কায় গোয়েন্দারা



