রবিবার, ৯ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৫শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ডায়াগনষ্টিক সেন্টারসহ ভেজাল বিরুধী অভিযান

বাঞ্ছারামপুর  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলায় আজ সকালে বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার ও খাদ্যে ভেজাল বিরুধী অভিযান পরিচালিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলামের মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারের বিভিন্ন অনিয়মের কারনে অর্থদন্ড করেন।এ ছাড়া মিষ্টির দোকানেও অভিযান পরিচালিত হয়।গতকাল বুধবারও বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মো.আলমগীর হোসেন।

চলমান ভেজাল ও ভ্রাম্যমান আদালত নিয়মিত পরিচালনাকে স্বাগত জানিয়ে সেটি অব্যাহত রাখার দাবী করেছেন স্থানীয় জনগন।