আশুগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)। শনিবার দুপুরে স্থানীয় তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে, আশুগঞ্জ উপজেলার আয়োজনে ও ক্রীড়া অধিদপ্তরের সহায়তায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরার সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারোয়ার মাহবুব, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিন শিকদার, তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু সামা, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল করিম খাঁন সাজু, চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস হাসান, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈফ উদ্দিনসহ বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)’এর উদ্বোধনী খেলায় দুপুরে ০-১ গোলে দূর্গাপুর ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়েছেন আড়াইসিধা ইউনিয়ন। বিকেলে ০-৪ গোলে শরিফপুর ইউনিয়নকে হারিয়ে আশুগঞ্জ সদর ইউনিয়ন বিজয়ী হয়েছে। টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতায থাকবেন ক্রীড়া অধিদপ্তর। টুর্ণামেন্টে আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৮টি দলঅংশগ্রহন করেন। টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর মঙ্গলবার।