পাসপোর্ট অধিদপ্তরের পরিচালককে দুদকে তলব
অনলাইন ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক সাইদুল ইসলামকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক উপপরিচালক সামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় তাকে রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সূত্র জানায়, এরই মধ্যে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগ পেশ করা হলে তা যাচাই-বাছাই করে কমিশনে উপস্থাপন করা হয়। পরে কমিশন সেটি খতিয়ে দেখে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত শাখা-১ থেকে অভিযোগটি অনুসন্ধান করা হচ্ছে।
জানা গেছে, দুদক থেকে সাইদুল ইসলামের কাছে পাঠানো চিঠিতে তার নিজের ও পরিবারের অন্যান্য সদস্যের স্থাবর-অস্থাবর সম্পদের রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সম্পদের উৎস্য সম্পর্কেও তথ্য-প্রমাণ চাওয়া হয়েছে।
একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট চাওয়া হয়। আগামী ১১ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের দিনে ওইসব রেকর্ডপত্রসহ তাকে হাজির হতে বলা হয়েছে।
এ জাতীয় আরও খবর
প্রবাসীর স্ত্রীকে ৪ দিন ধরে গণধর্ষণ, এরপর…
প্রেম সংক্রান্ত জটিলতায় ঢাবি ছাত্রীর এ কেমন কাণ্ড!
গাজীপুরে ব্যবসায়ী হত্যায় সাতজনের ফাঁসির আদেশ
ভোটের আগে জঙ্গিরা তৎপর, রাসায়নিক হামলার আশঙ্কায় গোয়েন্দারা



