সোমবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৬শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

ভারতকে নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই : শোয়েব

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান-ভারত ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আর ক্রিকেট মাঠের সেই উত্তেজনা ছড়ায় দু’দেশের রাজনীতিতেও। সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে। তবে ভারতীয় জামাই শোয়েব মালিক মনে করেন, সব ম্যাচের মতোই পাকিস্তান ম্যাচটি জিততে চাইবে।

শুধু তাই নয়, সানিয়াপত্নী আরও বলেন, এশিয়া কাপে সব দলকে নিয়ে ভাবতে হবে। ভারতকে নিয়ে আলাদা কিছু ভাবার নেই। তবে এশিয়ার কাপের ফাইনালে শেষ হাসিটা যে তারাই হাসতে চায়, এমনটাও জানিয়ে দিয়েছেন তিনি।

আগামী ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। এ নিয়ে ক্রিকেটাঙ্গন থেকে সর্বমহলে চলছে তুমুল আলোচনা। কিন্তু এতে এত আলোচনার কিছু দেখছেন না শোয়েব, আসছে এশিয়া কাপে লড়বে ভারত-পাকিস্তান।

সতীর্থদের উদ্দেশে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, চাপ নেয়ার কোনো দরকার নেই।

এ জাতীয় আরও খবর

আজও ভিসা হলো না তামিম-রুবেলের

এপিএলে ‘নানগারহর’ দলে তামিম ইকবাল

এশিয়া কাপ সম্প্রচার করবে যেসব চ্যানেল

বসুন্ধরা কিংসে খেলতে আসছেন বিশ্বকাপে খেলা কোস্টরিকার ফুটবলার

কিন্তু মেসি তো আমার মতো সুদর্শন নয় : রোনালদো

এশিয়া কাপে যাওয়ার আগে মেয়ের ভালোবাসায় বাঁধা মাশরাফি (ভিডিও)

আইসিসির বিশেষ ‘উপহার’ পেল এশিয়া কাপ

নেদারল্যান্ডসের বিপক্ষে ফ্রান্সের দুর্দান্ত জয়

মাদাগাস্কার-সেনেগাল ম্যাচে হুড়াহুড়ি, বেশ কয়েকজন হতাহত