উলিপুরের পাচপীর বাজারে অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মীভূত
উলিপুর প্রতিনিধি : উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাচপীর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে দূর্গাপুর ইউনিয়নের পাচপীর বাজারে। স্থানীয় ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, পাচপীর বাজারে আলম মিয়ার পানের দোকান থেকে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
মূহুর্তের মধ্যে লতিফের চায়ের দোকান, মিন্টু আর্ট,আশরাফ আলীর বিএস এর কীটনাশকের দোকান, মোক্তারুল ইসলামের ফেক্সিলোডের দোকান, পচার ঔষুধের দোকান সহ ৭ টি দোকান আগুনে পুড়ে যায়। এতে দোকানের ফ্রিজ, ল্যাপটপ ও নগদ টাকা সহ প্রায় ১৫ লক্ষ টাকার খতি হয়। খবর পেয়ে উলিপুর ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট ঘটনা নিয়ন্ত্রনে আনে।
এ জাতীয় আরও খবর
প্রবাসীর স্ত্রীকে ৪ দিন ধরে গণধর্ষণ, এরপর…
প্রেম সংক্রান্ত জটিলতায় ঢাবি ছাত্রীর এ কেমন কাণ্ড!
গাজীপুরে ব্যবসায়ী হত্যায় সাতজনের ফাঁসির আদেশ
ভোটের আগে জঙ্গিরা তৎপর, রাসায়নিক হামলার আশঙ্কায় গোয়েন্দারা



