আলোকিত মানুষ হওয়ার শিক্ষা নিতে হবে : প্রধান বিচারপতি
নোয়াখালী প্রতিনিধি: প্রধান বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির সকল শাখায় দক্ষতা অর্জন করতে হবে। শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, আলোকিত মানুষ হওয়ার শিক্ষা নিতে হবে।
আজ শনিবার নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেকে ড. বশির আহমেদ কলেজের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, নবীণ বরণ ও কলেজের দ্বীতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি বলেন।
কলেজের অধ্যক্ষ ব্যারিস্টার শাহীন মিরাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিচারপতি আশরাফুল কামাল, অ্যাডভোকেট আহমেদ উল্যা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, কলেজের প্রতিষ্ঠাতা সুপ্রীমকোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ।