বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার উজানচর কে,এন,উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.তাজ মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)-এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক যুগ্ম-সচিব মো. সিরাজুল ইসলাম,বাঞ্ছারাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন,বাঞ্ছারামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা,উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির ,পৌর মেয়র জনাব খলিলুর রহমান টিপু মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর ইসলাম ভূইয়া (বকুল) , সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ১২নং উজানচর ইউনিয়নের সফল চেয়ারম্যান কাজী জাদেদ আল রহমান (জনি) ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভুঁইয়া,যুবলীগ সম্পাদক আল আমীন মেম্বার,পৌর যুবলীগের সভাপতি কামাল আহমে¥দ, সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা ছাত্র লীগের সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, পৌর ছাত্র লীগের সভাপতি সোহেল রানা, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কলেজ শাখার সভাপতি জামাল হায়দার,সাধারণ সম্পাদক আমান প্রমুখ।
ক্যা.তাজ এমপি তার বক্তব্যে বলেন, আমি এক সময়ের অবহেলিত বাঞ্ছারাপুরে প্রায় ৩ শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করেছি। শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশে^ উন্নয়নের রুল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান ।
এই সময় অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।