শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ এনার্জি ড্রিংকস
স্বাস্থ্য ডেস্ক: পছন্দের পানীয় হিসেবে পরিচিত এনার্জি ড্রিংকসকে শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনা করা হচ্ছে। পরিমিত মাত্রা ছাড়া এসব পানীয়তে অতিরিক্ত মাত্রার সুগার ও ক্যাফেইন ব্যবহার শিশুদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এছাড়া এনার্জি ড্রিংকস শিশুদের স্থূলতার জন্যও দায়ী। আর এসব কারণেই যুক্তরাজ্যে শিশুদের জন্য এনার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।
এনার্জি ড্রিংকস শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-এমন উদ্বেগের মধ্যেই তিনি এমন মন্তব্য করেছেন।
কোন বয়স থেকে এটি নিষিদ্ধ হওয়া উচিত সে বিষয়ে মতামতও চাওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এ বিষয়ে দুটি বিকল্পও দেয়া হয়েছে একটি হলো ১৬ বছর, অন্যটি ১৮। বলা হচ্ছে, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলস নিজেরাই নিষেধাজ্ঞা কার্যকর করতে পারে।
উদ্বেগের কারণ
গবেষণায় দেখা গেছে, ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের শিশু বা তরুণরাই বেশি এনার্জি ড্রিংকস পান করে থাকে। এসব পানীয়তে উচ্চমাত্রার সুগার ও ক্যাফেইন থাকে যার মাত্রা প্রায়শই দেখা যায় কোমল পানীয়তে থাকা এ ধরনের উপাদানের চেয়ে বেশি।
ফলে এ পানীয় বেশি মাত্রায় পান করলে শিশুদের জন্য স্বাস্থ্য সমস্যা তৈরির ঝুঁকি থেকে যায়। এ থেকে স্থূলতা, দাঁতের ক্ষয় রোগ, মাথাব্যথা ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে।
শিক্ষক সংগঠনের একটি জরিপ থেকে দেখা যায়, যেসব শিশুরা বেশি এনার্জি ড্রিংকস পান করে শ্রেণিকক্ষে তাদের আচরণ তুলনামূলক খারাপ। এসব কারণেই প্রতি লিটারে ১৫০ মি.গ্রামের বেশি ক্যাফেইন আছেন-এমন পানীয়র ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হতে পারে। যুক্তরাজ্যের অনেক দোকান ইতোমধ্যেই নিজেরাই ১৬ বছরের কম বয়সীদের কাছে এ ধরনের পানীয় বিক্রি বন্ধ করে দিয়েছে।
দেশটির জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী স্টিভ ব্রাইন বলেছেন, স্বাস্থ্য ও শিক্ষার ওপর ঝুঁকি তৈরি করতে পারে এমন কিছু থেকে শিশুদের রক্ষার দায়িত্ব আমাদের।
অন্যদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে শিশুদের স্থূলতাকে দেশের একটি বড় স্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, শিশুদের জন্য সবচেয়ে ভালোভাবে তাদের জীবন শুরুর জন্য আমরা কী করতে পারি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমি সবাইকে তাদের মতামত দেয়ার জন্য উৎসাহিত করছি।
কী থাকে এনার্জি ড্রিংকসে
এতে উচ্চমাত্রার সুগার ও ক্যাফেইন থাকে যার পরিমাণ হয় ২৫০ মিলি ক্যানে অন্তত ৮০ মি.গ্রা। অথচ ৩৩০ মিলির একটি কোকাকোলা ক্যানে এর পরিমাণ থাকে ৩২মি.গ্রা।
কিছু ছোট ‘এনার্জি শট’-এ ৬০ মিলি বোতলে ১৬০মি.গ্রা পর্যন্ত ক্যাফেইন থাকতে পারে। অথচ বেশি মাত্রার ক্যাফেইন উদ্বেগ ও আতঙ্কিত হওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। এটি রক্তচাপও বাড়িয়ে দেয়।
অতিরিক্ত সুগারের কারণে স্থূলতা, দাঁতের সমস্যা ছাড়াও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে। জনস্বাস্থ্য বিভাগের প্রধান নির্বাহী ডানকান সেলবি বলছেন, শিশুদের স্থূলতা মোকাবেলায় এ ধরনের পানীয় বিক্রির ওপর বিধি-নিষেধ আরোপ হবে দারুণ শক্তিশালী পদক্ষেপ।সূত্র: বিবিসি