শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

কেন ৭ নম্বর জার্সি পরে খেলেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘ সময় ধরে ৭ নম্বর জার্সি পরে খেলছেন।
দেশ ও ক্লাবের জার্সিতে ৭ নম্বর জার্সি মানেই রোনালদো। কিন্তু ৭ নম্বর জার্সি রোনালদোর কেন পছন্দ? আর এ জার্সি পরেই কেন বারবার মাঠে নামেন ৩৩ বছর বয়সি রোনালদো। গোলডটকম খুঁজেছে সেই উত্তর।

৭ নম্বর জার্সি এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকন নম্বরে পরিণত হয়েছে। এ জার্সি পরে সর্বপ্রথম তাকে দেখা যায় ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর রিয়াল মাদ্রিদেও তার গায়ে ছিল একই নম্বরের জার্সি। এখন জুভেন্টাসে রোনালদোর শরীরে শোভা পাচ্ছে ৭ নম্বর জার্সি।

ধারাবাহিকভাবে ৭ নম্বর জার্সি পরে মাঠে নামায় এখন সিআর৭ নামেই পরিচিত রোনালদো। পাশাপাশি এ নম্বরটি এখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে পরিণত হয়েছে। শেষ কবে রোনালদো ৭ নম্বর জার্সি বাদে মাঠে নেমেছিলেন তা হয়তো মনেও নেই ফুটবলপ্রেমিদের।

চলতি মৌসুমে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সেখানে তাকে দেওয়া হয় ৭ নম্বর জার্সি। তুরিনের ক্লাবটিতে ৭ নম্বর জার্সি পরে খেলে আসছিলেন জুয়ান কুয়াডরাডো। রোনালদো ক্লাবে যোগ দেওয়ায় নিজের জার্সি ছেড়ে দেন কলম্বিয়ার এ ফুটবলার। এ নিয়ে কোনো আক্ষেপ নেই কুয়াডরাডোর,‘আমার কোনো সমস্যা নেই। তাকে ৭ নম্বর জার্সি দেওয়ায় আমি আনন্দিত।’ কুয়াডরাডো খেলছেন ১৬ নম্বর জার্সি পরে।

৭ নম্বর জার্সি রোনালদোর এখন প্রিয় হলেও ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে তার পছন্দ ছিল ভিন্ন সংখ্যা। স্পোর্টিংয়ে খেলার সময় ২৮ নম্বর জার্সি পরে খেলতেন রোনালদো। ২০০৪ সালে ম্যানইউতে যোগ দেন রোনালদো। ওই সময়ে স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে ৭ নম্বর জার্সি নেওয়ার প্রস্তাব দেন।

রোনালদোকে বোঝানোর চেষ্টা করেন, ৭ নম্বর জার্সি পরে ম্যানইউতে যারা খেলেছেন তারা প্রত্যেকে বড় তারকা হয়েছেন। ৭ নম্বর জার্সির রয়েছে আলাদা একটি ওজন, আলাদা সম্মান।’ ম্যানইউতে ওই জার্সি পরে এর আগে খেলেছিলেন ডেভিড বেকহ্যাম, জর্জ বেস্ট, এরিক ক্যানটোনা। গুরুর কথায় অনুপ্রাণিত হয়ে নিজের ২৮ নম্বর জার্সি বাদ দিয়ে ৭ নম্বর জার্সি পরার সিদ্ধান্ত নেন রোনালদো। পরের গল্পটা তো সবারই জানা। মৌসুমে ৪২ গোল করে প্রথম ইংলিশ লিগের খেলোয়াড় হিসেবে ২০০৮ সালে ব্যালন ডি’ অর জেতেন রোনালদো।

২০০৯ সালে রেকর্ড ট্রান্সফারে রোনালদো যখন রিয়াল মাদ্রিদে যোগ দেন তখন তার নম্বর ছিল ৯। ৭ নম্বর জার্সি পরে খেলতেন রাউল। রাউল শালকের হয়ে যোগদানের পর ৭ নম্বর জার্সি পেয়ে যান রোনালদো। পুরোনো জার্সিতে ফিরে রোনালদো ফিরে পান নিজেকেও। ৯ মৌসুমে রোনালদোর হাতে উঠেছে আরও চারটি ব্যালন ডি’অর। ক্লাবের হয়ে গোল করেছেন ৪৫০টি।

নয় মৌসুম রিয়ালের খেলার পর চলতি মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়েই রোনালদো পেয়ে যান ৭ নম্বর জার্সি। ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও রোনালদো খেলছেন ৭ নম্বর জার্সি পরে। তবে লুইস ফিগো থাকাকালিন সময়ে রোনালদোর জার্সি নম্বর ছিল ১৭। ফিগোর অবসরের পর আবার ৭ এ ফেরেন সিআরসেভেন। এ জার্সি পরেই জিতেছেন ইউরোর মুকুট।

কেন রোনালদো ৭ নম্বর জার্সি পরে খেলেন সেই কারণটা আজও অজানা। তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের কথা তাকে অনুপ্রাণিত করেছিল সেটা বলার অপেক্ষা রাখে না। তাই ৭ নম্বর জার্সি এখন রোনালদোর আইকনিক নম্বর। হয়তো ৭ নম্বর জার্সিতে রোনালদোর ভাগ্য এবং সাফল্য লুকিয়ে আছে। তাই লাকি সেভেনেই রোনালদোর আস্থা। -গোল ডটকম