শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

খালেদা জিয়া গণতন্ত্রের সৎমা, জঙ্গিতন্ত্রের আসল মা: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি: খালেদা জিয়া গণতন্ত্রের মা নয় সৎমা। উনি আসলে জঙ্গি রাজাকারতন্ত্রের আসল মা। সেজন্য গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচন বানচাল করা ও খুনিদের রক্ষা করাই হচ্ছে বিএনপির একমাত্র কাজ। এর বাইরে তাদের কোনও কাজ নেই। বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ইনু আরও বলেন, বিএনপি আসলে গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা দণ্ডিত বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তির দাবিতে হইচই করছে। আর মামলার আসামি খুনিদের আড়াল করার চেষ্টা চালাচ্ছেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এমন একটি দল যা গণতন্ত্রের সঙ্গে যায় না। কারণ তাদের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা নয়। আজকে খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে হবে এই শর্ত যারা দেন তারা কার্যত নির্বাচনটাকে বানচাল করতে চান বলেও দাবি করেন ইনু।

এসময় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ স্থানীয় জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।