শুক্রবার, ১৯শে অক্টোবর, ২০১৮ ইং ৪ঠা কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

সরকারি হচ্ছে আরো ৩৫ স্কুল

সারাদেশে আরও ৩৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি স্বীকৃতি দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এসব স্কুলকে সরকারি করা হচ্ছে। ৩৫টি স্কুল সরকারীকরণের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই এসব প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি সহ সকল প্রকার নিয়োগ বন্ধ রাখা, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দু’টি উৎসব ভাতাসহ বাৎসরিক বেতন-ভাতা বাবদ কত টাকা প্রয়োজন এবং সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর করে ডিড দলিল জমা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

দেশের প্রতিটি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানকে সরকারীকরণ করা হয়েছে। এই নির্দেশ বাস্তবায়িত হলে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা হবে ৪৩৮টি।

সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলো হচ্ছে- কিশোরগঞ্জের ইটনায় মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, হোসেনপুরের হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ, নিকলীর নিকরী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলেটের গোয়াইঘাট উপজেলার গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার বড়লেখা পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা জেলার আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কোটচাদঁপুর উপজেলার কোটচাদঁপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা এমএল মডেল হাইস্কুল, কেশবপুর উপজেলার কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজীরহাট মিল্লাত একাডেমি (উচ্চ বিদ্যালয়), ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আখাউয়া উপজেলার দেবগরা পাইলট উচ্চ বিদ্যালয়, বিজয়নগর উপজেলার দাউদপুর উচ্চ বিদ্যালয়, ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়।

তালিকায় থাকা আরও ১৯ প্রতিষ্ঠান ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রামের বিভাগের মধ্যে। সরকারের এক সমীক্ষায় দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাইস্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই। ঘোষণার পর বিভিন্ন সময়ে ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩০৩টি হাইস্কুল জাতীয়করণের ব্যাপারে তিনি অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।