বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রিভিউ আবেদন মুলতবি

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ রিভিউ চেয়ে খালেদা জিয়ার করা আবেদন মুলতবি রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল শুনানি শেষ না করতে পারলে রিভিউ আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আদালত।

হাইকোর্টে আপিল শুনানি শুরু করার নির্দেশ দিয়ে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই পর্যাবেক্ষণ দিয়েছেন।

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কমাল আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন বিচারিক আদালত। এর পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি। ওই সাজা থেকে খালাস চেয়ে আপিল করে গত ১২ মার্চ হাইকোর্ট থেকে চার মাসের জামিন পান তিনি।

এই জামিন বহাল রেখে ১৬ মে রায় দেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চকে নির্দেশ দেন। ওই আদেশ পুনর্বিবেচনা চেয়ে খালেদা জিয়ার পক্ষে গত ২৫ জুন আবেদন জানানো হয়।