রবিবার, ৩রা জুন, ২০১৮ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

এক ফোনে দুই হাজার সিনেমা!

স্মার্টফোনের রমরমা বাজারে গ্রাহকদের চাহিদাও এখন অনেক রকম ৷  HD ক্যামেরা থেকে শুরু করে বেশি RAM ৷ সবই প্রয়োজন প্রত্যেকেরই ৷ আর সঙ্গে স্টোরেজ ক্ষমতা বেশি থাকলে তো ভালই ৷ এই সব নিয়েই এবার হাজির লেনোভো ৷ ৪টিবি স্টোরেজ ক্ষমতা সম্পন্ন অবিশ্বাস্য ফোন বাজারে নিয়ে আসতে চলেছে সংস্থা ৷

সম্প্রতি চীনের ওয়েবসাইট উইবোতে লেনভো জেড ৫ মোবাইলটি সম্পর্কে জানানো হয়। সেখানেই বলা হয়ছে, মোবাইলে স্টোরেজে থাকবে ৪ টিবি। পাশাপাশি সেলফি তোলার ক্ষেত্রেও রয়েছে নানা সুবিধা। কিন্তু মোবাইলের বাকি ফিচারগুলো সম্পর্কে এখনও স্পষ্টভাবে বলা হয়নি।

তবে ১০ লাখ ছবি, ১ লাখ ৫০ হাজার গান এবং ২ হাজার সিনেমা ডাউনলোড করে রাখতে পারবেন মোবাইলে। মোবাইলে স্টোরেজে থাকবে ৪ টিবি। লেনভোর নতুন মোবাইলে এমনই সব ফিচার থাকবে বলে জানা গেছে।

তবে মোবাইল সংস্থা দাবি করেছে, আধুনিক মোবাইলগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় ফিচার থাকবে লেনভো জেড ৫-এ। জুনের ১৪ তারিখে চীনে এ মোবাইলটি বাজারজাত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভারতে কবে বাজারজাত হবে সে ব্যাপারে এখনও জানানো হয়নি। সূত্র : এবেলা

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

প্লুটোতে জমাটবদ্ধ মিথেন গ্যাসের সৃষ্ট পাহাড়ের সন্ধান লাভ

‘গসিপ’ বন্ধে উগান্ডায় ফেসবুক-টুইটারের ওপর কর!

আরও দুটি আন্তর্জাতিক পুরস্কার জিতলো হুয়াওয়ে

রুশ ‘স্টার্টআপ ভিলেজে’ অংশ নিচ্ছে বাংলাদেশের ২ তরুণ

স্মার্টফোন ব্যবহারের আদ্যোপান্ত

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অ্যাপ আনছে গ্রামীণফোন