ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় আতাউর রহমান বাবু (৩২) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সে বহিস্কৃত যুবদল নেতা ও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সদস্য ছিলেন। বুধবার বিকালে পৌর এলাকার তেতৈয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবু একই এলাকার মৃত: ফজলুল রহমানের ছেলে।
পুলিশ জানায়, ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে এক নারী কিছুদিন আগে বাবুকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। থানায় মামলা হওয়ার পর থেকে বাবু পলাতক ছিল। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিউদ্দিন মামলার গ্রেফতারি পরোয়না ভিওিতে বাবুকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,আগামীকাল তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হবে।