মঙ্গলবার, ৫ই জুন, ২০১৮ ইং ২২শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

‘সব ক্রসফায়ারের পিছনেই অডিও ক্লিপ আছে, যা কোনদিন সামনে আসে না’

দেশে চলমান মাদকবিরোধী অভিযোনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অনেকেই নিহত হয়েছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে সেখানকার পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি মো. একরামুল হকের নিহত হওয়ার ঘটনা। তাকে হত্যার একটি অডিও রেকর্ড প্রকাশ করেছেন তার স্ত্রী। এ নিয়ে সারাদেশে হৈ চৈ শুরু হয়েছে। সামাজিক নেটওয়ার্কে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

তিনি লিখেছেন- গুলিবিদ্ধ মানুষের অন্তিম আর্তনাদ কেমন হয় জানা ছিল না। একরামের অন্তিম আর্তনাদ তো আমাকে ঘুমাতে দেবেনা।

আরও : নতুন পথে যাত্রা শুরু করলেন রেসি

রাষ্ট্রীয় বাহিনীর উর্দি পরা খুনেরা ঘুমায় কীভাবে? এরা হাজার হাজার মানুষকে এভাবেই পয়েন্ট ব্লাংকে খুন করে। তারপরে বন্দুকযুদ্ধের গল্প সাজায়।

সব ক্রস ফায়ারের পিছনেই এমন একটা অডিও ক্লিপ আছে। যা কোনদিন সামনে আসেনা। এই জল্লাদদের দিয়ে আমরা দেশে শান্তি আনবো?

একরামুলের স্ত্রী আয়েশা ও ভাই বাহাদুর বলেছেন, কোনোকালেই সে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল না। আয়েশার দাবি, একরামুলকে মাদক ব্যবসায়ী বলা সম্পূর্ণ মিথ্যা।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর