আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
আখাউড়া প্রতিনিধি : ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে দুইদিন বন্ধ থাকার পার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে গত শনিবার ও রোববার বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে পণ্য আমদানি-রফতানি শুরু হয়। এতে করে বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সেখানকার ব্যবসায়ীরা শনিবার ও রোববার পণ্য আমদানি বন্ধ রাখার কথা জানায় আমাদেরকে। এর ফলে এ দু’দিন বন্ধ থাকার পর সোমবার সকালে পাথর রফতানির মধ্য দিয়ে বন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়।
উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়।