ফকিরা পুল ব্রিজে সৌন্দর্য বর্ধণে কোরআনের ভাস্কর্য স্থাপনের দাবী
শহরের ফকিরা ব্রীজ সৌন্দর্য বর্ধনে পবিত্র কোরআনের ভাস্কর্য স্থাপনের দাবী জানিয়েছেন ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান।
বিবৃতিতে মুফতী মোহাম্মদ এনামুল হাসান বলেন, ব্রাক্ষণবাড়ীয়া শহর ইসলাম, আলেম উলামা ও ধর্মপ্রান মুসলমানদের আবাসস্থল। তাই এখানে কোরআনের ভাস্কর্য স্থাপন করা ই হবে যুক্তিযুক্ত। অন্যকোন কিছুর ভাস্কর্য স্থাপন করা হলে তা হবে ব্রাক্ষনবাড়ীয়ার ইতিহাস ঐতিহ্যের পরিপন্থী।
তাই সংশ্লিষ্ট সকলের প্রতি উক্ত দাবী বিবেচনায় গুরুত্ব দেওয়ার জন্য জোড় দাবী জানাচ্ছি।