“বি-বাড়িয়া আশার আলো” ক্রিকেট টিম ফাইনালে
---
বাহারাইনে বিভিন্ন জেলার অংশগ্রহণে বাহারাইস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পৃষ্ঠপোষকতায় “ক্রিকেট লীগ” প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে পৌছেছে। উক্ত ক্রিকেট লীগে বিভিন্ন জেলার টিম অংশ গ্রহণ করে। এতে “বি-বাড়িয়া আশার আলো” ক্রিকেট টিম যার প্রধান পৃষ্ঠপোষক বাহারাইন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আইটি তাজুল ইসলাম। উক্ত দলটি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন উপলক্ষে তার আমন্ত্রণে বাহারাইন বিএনপির সর্ব রের নেতাকর্মী ও খেলোয়ারদের সম্মানে গতকাল এক ভোজ সভার আয়োজন করেন তিনি। সম্মিলিত নেতাকর্মী ও খেলোয়াড়দের নিয়ে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক মোঃ জহির“ল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব এ বি এম মোমিনুল হক, মোঃ আলী আজম, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা জসিম চৌধুরী, রাশেদ কবির আকন্দ, জুয়েল প্রমুখ। টেলি কনফারেন্সের সভায় সভাপতিত্ব করেন বাহারাইন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আইটি তাজুল ইসলাম ও বাংলাদেশ থেকে টেলি কনফারেন্স সভা পরিচালনা করেন বাহারাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পৃষ্ঠপোষক দলটি ফাইনালে পৌছার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে নেতৃবৃন্দ প্রবাসে এভাবে দলের নেতাকর্মীদের একত্রিত করে সাংগঠনিকভাবে উপস্থিতি করার মাধ্যমে দেশ ও জাতীয় কল্রাণে সকলকে যথার্থ ভূমিকা পালনের আহবান জানান।
এছাড়াও বাহারাইনের একটি রেস্টুরেন্টে বাহারাইন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাহারাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি হামেদ কাজী হাসান, বাহারাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক আইনুল হক, উপদেষ্টা হাজী মোঃ নবী মিয়া, শাহজাহান মিয়া, এস এম শুকরানো, মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার বেলাল, সাদেক মিয়া, দ্বীন ইসলাম, আরিফ রানা, শরিফুল ইসলাম, আবু সালেহ, মোফাজ্জল হোসেন চৌধুরী, সাহেদ শারফিন, আব্দুল হাই, সালাউদ্দিন, দেলোয়ার মাষ্টার, আলাউদ্দিন আলম, রশিদ শেখ, হেলাল মিয়া, রাশেদুল ইসলাম, হার“নুর রশিদ, কামাল মিয়া, মতিবুর রমান, আমির হোসেন, মোঃ রাজন, র“বেল, সোহেল, ফরিদুল ইসলাম, সাহেদসহ আরো অনেকে।